আবেদনের প্রেক্ষিতে নিম্নোক্ত তথ্য সেবা পাবেন
সেবা সমূহঃ
১। দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন, বার্ষিক পরিসংখ্যান পকেটবুক ও বর্ষ গ্রন্থ প্রকাশ।
২। প্রতি দশ বৎসর অন্তর আদম শুমারী, কৃষি শুমারী, এবং অথনৈতিক শুমারী পরিচালনা ও প্রতিবেদনপ্রকাশ।
৩। মোট দেশজ উৎপাদন (GDP) এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক (Indicators)যথা- সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয়, ইত্যাদি নিরূপন ও প্রকাশ ;
৪। ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহ্নত খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য অন্তর্ভুক্ত করে মাস ভিত্তিক ভোক্তা মূল্যসুচক (CPI) নিরূপন ও প্রকাশ ;
৫। বৈদেশিক বানিজ্য পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ;
৬। বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরী সূচক প্রস্ত্তত ও প্রকাশ;
৭। বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমান এবং ভূমি ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ।
৮। শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ।
৯। মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরূপনের জন্য Gender Statisticsপ্রস্ত্তত ও প্রকাশ;
১০। খানায় আয় ও ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থিতি সম্পর্কিত তথ্য প্রস্ত্তত ও প্রকাশ।
১১ । জনসংখ্যার প্রত্যয়নপত্র প্রদান ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস